কিশোরগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবদল নেতা আশরাফুল আলম শামীম (৩৮) মোটরসাইকেল ছিনতাইকালে গণপিটুনির শিকার হয়েছেন। পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে। শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার বিন্নাটি নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিজানুর রহমান নামে মাদ্রাসার এক শিক্ষক মোটরসাইকেলে করে কিশোরগঞ্জ থেকে বিন্নাটি যাবার পথে নতুন জেলখানা মোড় এলাকায় পৌঁছালে কাউন্সিলর ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শামীম তার গতিরোধ করেন।
এসময় শামীম তাকে বিন্নাটি মোড় পর্যন্ত এগিয়ে দেবার জন্য বললে মিজানুর রহমান তাকে মোটরসাইকেলে তুলে নেন। কিছু দূর যাবার পর শামীম অস্ত্রের ভয় দেখিয়ে তাকে মোটরসাইকেল থামাতে বলেন। তিনি না থামিয়ে মোটরসাইকেল চালিয়ে যেতে থাকলে পিছন থেকে শামীম তাকে রড দিয়ে আঘাত করেন। পরে তাকে জোর করে নামিয়ে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাবার সময় মিজানুর রহমানের চিৎকারে স্থানীয় লোকজন এসে শামীমকে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে আটক করে হাসপাতালে চিকিৎসা দিয়ে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে পুলিশ জানিয়েছে। অন্যদিকে কাউন্সিলর শামীমের বিরুদ্ধে কিশোরগঞ্জ মডেল থানায় ডাকাতি, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৬/হিমেল