রাঙামাটির নানিয়ারচরের বেতছড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার সকাল ১১টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খাগড়াছড়ি থেকে বাসটি যাত্রী নিয়ে রাঙামাটি যাওয়ার পথে বেতছড়ি এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ উল্টে যায়। এতে অন্তত ১৫ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে খাগড়ছড়ি সদর হাসপাতাল ও রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করে।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৬/হিমেল