চট্টগ্রাম নগরীতে ট্রাক চাপায় নাসরিন কামাল নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে নগরীর চান্দগাঁও থানাধীন হাজেরা তজু ডিগ্রী কলেজের সামনে এ ঘটনা ঘটে। নিহত নাসরিন চান্দগাঁও আবাসিক এলাকার কামাল উদ্দিনের স্ত্রী।
চমেক হাসপাতাল সূত্রে জানা যায়, রাতে এক আত্মীয়ের বাড়ি থেকে দাওয়াত শেষে রিক্সা করে বাসায় ফিরছিলেন নাসরিন। পথে তাকে বহনকারী রিক্সাকে ধাক্কা দেয় একটি দ্রুতগতির ট্রাক। স্থানীয় লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৬/হিমেল