হবিগঞ্জের বিবিয়ানা গ্যাসফিল্ডের শ্রমিকরা তাদের চাকরি স্থায়ীকরণ ও বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। শুক্রবার সকালে বিবিয়ানা গ্যাসফিল্ডের সামনে শ্রমিকরা মানববন্ধন করেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বিবিয়ানা গ্যাসফিল্ড প্রদক্ষিণ করে। এরপর এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন শ্রমিক নেতা কামরুল ইসলাম, বাবলু আহমেদ, স্থানীয় ইউপি মেম্বার জবা বেগম প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা তাদের চাকরি স্থায়ীকরণ না হলে কঠোর আন্দোলন করা হবে বলে ঘোষণা করা হয়।
শ্রমিক নেতা কামরুল ইসলাম জানান, ২০০৫ সালে বিবিয়ানায় যখন শেভরন কাজ শুরু করে তখন, বিভিন্ন এজেন্ট এর মাধ্যমে ১৫৪ জন শ্রমিক কাজে যোগদান করেন। মাটি খনন থেকে গ্যাস উত্তোলন পর্যন্ত কাজ করে আসলেও তাদের চাকরি স্থায়ী হয়নি। বরং শেভরন এখন দেশ থেকে চলে যাচ্ছে। শ্রমিকরা ১০ থেকে ১২ ঘণ্টা কাজ করলেও ন্যায্য মজুরী পায়নি। তাদের কোন ঝুঁকি ভাতা ও বীমা নেই। ঈদের সময় দেয়া হয় বেতনের তিন ভাগের একভাগ বোনাস।
তিনি আরও বলেন, শেভরন আমাদের রক্ত চুষে নিচ্ছে। তারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল ৩০ বছরের জন্য আমাদেরকে চাকুরী দিবে। এখন ১০ বছর পরই তারা চলে যেতে যাচ্ছে। তাদের চাকরি স্থায়ী এবং বোনাস না দিলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণার কথাও জানান তিনি।
এদিকে শেভরন কর্তৃপক্ষ বলছে, ওই শ্রমিকরা তাদের নিয়মিত শ্রমিক নয়। তৃতীয় একটি পক্ষ এই শ্রমিক সরবরাহ করে থাকে। তাদের দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদারদের। শ্রমিকরা অযৌক্তিকভাবে এই আন্দোলন করছে।
বিডি প্রতিদিন/২৩ ডিসেম্বর ২০১৬/হিমেল