ঝিনাইদহে বসুন্ধরা এলপি গ্যাসের পরিবেশকদের নিয়ে ব্যবসা উন্নয়ন ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দুপুরে শহরের শেরে বাংলা সড়কস্থ গ্যাস ঘরে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বসুন্ধরা এলপি গ্যাসের ঝিনাইদহ পরিবেশক কাজী কামাল আহমেদ বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়াম্যানের সচিব শরিফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের এইচওডি সেলসের মীর তরিকুল ইসলাম ফারুক (রিজভী), এইচওডি মার্কেটিং এমএম জসিম উদ্দিন, এইচওডি হিসাব বিভাগের মো. মাহবুবুল আলম, ডিজিএম অপারেশন জাকারিয়া জালাল, এজিএম সেলস হাবিবুর রহমান, বরিশাল ডিভিশন ইনচার্জ আব্দুল মান্নান, কুষ্টিয়া টিএসই মাহমুদ হাসান, ঝিনাইদহের অ্যাসিস্ট্যান্ট এক্সকিউটিভ আশরাফুজ্জামান।
এসময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার পরিবেশক আতিয়ার রহমান, মাগুরার পরিবেশক সৈয়দ খায়রুজ্জামান চঞ্চল, চুয়াডাঙ্গার জীবন নগরের পরিবেশক ইকবাল উদ্দিন একরাম।
অতিথিরা বসুন্ধারা এলপি গ্যাসের মান ও গুনাগুন তুলে ধরে ব্যবসা আরও সম্প্রসারিত করার জন্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/১৪ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম