হিমালয়ের পাদদেশে অবস্থিত দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা। হাঁড় কাপানো বাতাসে প্রচণ্ড শীতে কাঁপছে এ উপজেলার মানুষ।
তাই শীতে কাতর ৩০০ শীতার্ত দুস্থ-অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে রাণীরবন্দরের নজরুল পাঠাগার ও ক্লাব।
গত শনিবার সন্ধায় নজরুল পাঠাগার ও ক্লাবের আয়োজনে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাহ্ মো. শামীম আহম্মেদের পৃষ্ঠপোষকতায় চিরিরবন্দর ও খানসামা উপজেলার ৬টি ইউনিয়নের ৩০০ দুস্থ-অসহায় মানুষকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল পাঠাগার ও ক্লাবের সভাপতি অ্যাডভোকেট তুষার কান্তি রায়। এ সময় নজরুল পাঠাগার ও ক্লাবের সহ-সভাপতি বাবু নন্দীশ্বর দাস, সম্পাদক শাহ্ মোয়াজ্জেম হোসেন, সমাজ কল্যাণ বিভাগের সভাপতি রশিদুল ইসলাম, সম্পাদক মোফাজ্জল হোসেন, ইউপি সচিব ওয়াহেদুল ইসলাম, মিজানুর রহমান, প্রবীণ শিক্ষক আলতাফ হোসেন প্রমুখসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম