কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিয়ারাসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। রবিবার বিকেলে মাদকদ্রব্য কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও অন্যান্য পণ্য কাস্টমস অফিসে জমা করা হয়েছে।
আটককৃত পণ্যের মধ্যে ফেনসিডিল ৫০ বোতল, গাঁজা ৩১ কেজি, আতশবাজি ৮ প্যাকেট, হরলিকস ১৫ টি, বিস্কুট ১’শ ৮৪ প্যাকেট এবং ৬৪ টি কসমেটিকস সামগ্রী রয়েছে।
বিজিবি ১০ ব্যাটেলিয়ানের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোঃ শহীদুল আলম মালামাল আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/ ১৫ জানুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-২২