স্কুল থেকে ফেরার পথে ভোলার ঘুইংগারহাট এলাকায় বাসচাপায় মাহবুবা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনগণ প্রায় এক ঘণ্টা এ সড়ক অবরোধ করে রাখে।
নিহত মাহবুবা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের চরগুমানী গ্রামের হাফেজ আবুল কাসেমের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, আজ দুপুরে স্কুল ছুটির পর হেঁটে বাড়ি ফিরছিল মাহবুবা। পথে ঘুইংগারহাট এলাকায় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এরপর স্থানীয়রা ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি ২০১৭/এনায়েত করিম