গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার প্রধান সন্দেহভাজন আশরাফুল ইসলাম ও তার সহযোগী জহিরুল ইসলামকে ২ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
রবিবার দুপুরে গাইবান্ধা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক (সুন্দরগঞ্জ) মইনুল হাসান ইউসুব শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে, ঢাকার বাড্ডা এলাকা থেকে আশরাফুল ও জহিরুলকে আটক করে র্যাব-১। এরপর ১৩ জানুয়ারি ভোর রাতে তাদের সুন্দরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে পুলিশ শনিবার ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায়। বিচারক রবিবার রিমান্ড শুনানির দিন ধার্য করেন।
আসামি আশরাফুল সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের আমির হাজী ইউনূস আলীর ছেলে। এছাড়া জহিরুল ইসলাম সুন্দরগঞ্জ উপজেলা জামায়াতের অর্থযোগানকারী হাজী ফরিদের ছেলে। তাদের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের রামভদ্র গ্রামে।
প্রসঙ্গত, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের শাহবাজ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে মারা যান এমপি মঞ্জুরুল ইসলাম লিটন। পরে এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব