বগুড়া শহর নিউমার্কেটের আল হাসান জুয়েলার্স স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। একই সঙ্গে এই মামলায় আহত ডাকাত আলমগীরকে গ্রেফতার দেখানো হয়েছে।
শনিবার রাতে আল হাসান জুয়েলার্সের মালিক গুলজার রহমান বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন। এ মালায় বাদি স্বর্ণ ও নগদ টাকাসহ প্রায় ৬ কোটি টাকার মালামাল লুটের কথা উল্লেখ করেন। পুলিশ বলছে, এ পর্যন্ত প্রায় ৫ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
জানা যায়, গত ১৪ জানুয়ারি সন্ধ্যার পর বগুড়া শহরের নিউ মার্কেটের আল হাসান জুয়েলার্সে একদল ডাকাত হানা দিয়ে অস্ত্রের মুখে প্রায় ৬শ' ভরি স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। মাইক্রোযোগে পালিয়ে যাওয়ার সময় ডাকাত দল ককটেল বিস্ফোরণ করে। খবর পুলিশ প্রহরা বসিয়ে এবং ধাওয়া করে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় ব্যারিকেড দিয়ে ডাকাত আলমগীরকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে। অন্যরা গাড়ি থামিয়ে পালিয়ে যায়। এসময় পুলিশ লুণ্ঠিত স্বর্ণলংকার, এক ব্যাগ ককটেল উদ্ধার করে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান জানান, গুলিবিদ্ধ ডাকাত সদস্য আলমগীর হোসনসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছে দোকান মালিক। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। দ্রুত সময়ের মধ্যে মামলার অপর আসামিদের খুঁজে বের করা ও গ্রেফতার করা সম্ভব হবে বলে তিনি দাবি করেন।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব