বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রেনের ধাক্কায় মজনু প্রামানিক (৬৩) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। নিহত মজনু উপজেলার কইল গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সকাল ৯টায় মজনু আলতাফনগর বাজার থেকে নাস্তা করে কাজ করার উদ্দেশ্যে রওনা হয়। স্টেশনের পূর্বপার্শ্বে রেল লাইনের পাশ দিয়ে যাবার সময় ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই মারা যান।
বগুড়ার দুপচাঁচিয়ায় উপজেলার তালোড়া ইউপির প্যানেল চেয়ারম্যান অশোক কুমার দেব জানান, দিনমজুর মজনু কানে কম শুনতে পেত। সম্ভবত এ কারণেই রেল লাইনের পাশ দিয়ে যাবার সময় তার মৃত্যু ঘটে।
আলতাফনগর স্টেশন মাস্টার আশরাফুল ইসলাম বলেন, যে সময় দুর্ঘটনা ঘটেছে, ওই সময় ৭১৩ আপ করতোয়া এক্সপ্রেস ট্রেনটি সান্তহার থেকে বুড়িমারীর উদ্দেশ্যে আলতাফনগর স্টেশন অতিক্রম করে। সম্ভবত ওই ট্রেনের ধাক্কায় মজনু নিহত হয়েছেন।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহিদুল ইসলাম জানান, মজনু নিহতের ঘটনায় কোন বাদী না থাকায় তার লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব