কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। এতে সরকারি একটি ডেক্সটপ কম্পিউটার ও স্পীকার সেট (সাউন্ড সেট) চুরি করা হয়েছে বলে জানানো হয়েছে। অফিস কক্ষের জানালা ও দরজা ভাঙা হয়নি শুধুমাত্র জানালার গ্রিল ফাঁক বা বাঁকা করে ওই চুরির ঘটনা ঘটেছে। প্রকৃত পক্ষে চুরির ঘটনা ঘটেছে, না অন্য কোনো ঘটনা-এ নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। শুক্রবার দিবাগত রাতে ওই ঘটনা ঘটে।
শিক্ষা অফিসে গিয়ে খোঁজ খবর নিয়ে যে তথ্য পাওয়া গেছে, তাতে সন্দেহ করা হচ্ছে অফিসেরই কেউ ওই কাজটি করে চুরির কথা বলছে। থানা পুলিশও বিষয়টি রহস্যজনক মনে করছে। পুলিশ জানিয়েছে, এটা আসলেই চুরির ঘটনা ঘটেছে, না অন্য কোনো রহস্য আছে তা তদন্ত করা হচ্ছে। তদন্তের পরই বলা যাবে আসলে কি ঘটেছে।
এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, জানালা দরজা বা তালা ভাঙার কোনো চিহ্ন নেই। তবে একটা জানালার গ্রিল বাঁকা করার যে চিহ্ন পাওয়া গেছে তাতে ঘরে ঢুকে কম্পিউটার বের করা কঠিন। বিষয়টি আমারও সন্দেহ হয়েছে। সে হিসেবেই পুলিশকে অবহিত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব