বগুড়ায় রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই জনের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় বগুড়া শহরের চারমাথা শরীফ সিএনজি পাম্পে রঙ করার সময় অসাবধানতাবশত এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া সদরের সাবগ্রাম খামারকান্দি এলাকার আব্দুস সোবহানের পুত্র এলাহী (২০) একই এলাকার বুলু মিয়ার পুত্র মোঃ আশরাফুল (২০)।
জানা যায়, রবিবার সন্ধ্যায় বগুড়ার শরীফ সিএনজি পাম্পে রঙ করার জন্য কাজ করছিল কয়েকজন রঙ মিস্ত্রি। হঠাৎ করে পাশে বিদ্যুৎ এর তারে স্পৃষ্ট হলে এলাহী ও আশরাফুল ঘটনাস্থলেই মারা যান এবং আহত হন নিশিন্দারা এলাকার শাকিল (৩০)।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এমদাদ হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুইজন নিহত হয়েছেন। নিহতদের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে রয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৭/মাহবুব