মৌলভীবাজারের লাউয়াছড়ায় বিপন্ন গ্রিফন প্রজাতির একটি শকুন উদ্ধার করা হয়েছে। ক্ষুধার্ত ও দুর্বল শকুনটিকে রবিবার দুপুরে কমলগঞ্জ উপজেলার জালালিয়া এলাকা থেকে উদ্ধার করে রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয়। সেখানে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে শকুনটিকে।
লাউয়াছাড়ার বন্যপ্রাণী প্রকৃতি ও ব্যবস্থাপনা সংরক্ষণ বিভাগের (এসিএফ) তবিবুর রহমান জানান, আলীনগর ইউনিয়নের জালালিয়া গ্রামের স্থানীয় লোকজন ধানক্ষেতে শকুনটি দেখতে পেয়ে ধরে আটকে রাখে। খবর পেয়ে শকুনটিকে উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ সেন্টারে নিয়ে আসা হয়। সেখানে শকুনটিকে খাবার হিসেবে গরুর মাংস দেওয়া হয়। শুকনটি উড়তে পারছে না। সুস্থ হলে শকুনটি বনে অবমুক্ত করা হবে। এটি হিমালয়ান গ্রিফন প্রজাতির শকুন। বাংলাদেশে ৬ প্রজাতির শকুনের মধ্যে এই শকুনটিই কোনো রকমে টিকে আছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ