এবারের বইমেলায় জনপ্রিয় লেখক মোস্তফা কামালের চারটি নতুন বই এসেছে।
১. অগ্নিকন্যা
ইতিহাসভিত্তিক দীর্ঘ উপন্যাস। অগ্নিকন্যা এ উপন্যাসের প্রতীকী নাম। সময়কাল ১৯৪৭ থেকে '৬৬। দেশভাগের জটিল অঙ্ক, কুটিল রাজনীতির প্যাচ, প্রাসাদ ষড়যন্ত্র আর শোষিত পূর্ববাংলার বঞ্চিত হওয়ার নেপথ্য কাহিনী।
বইটি প্রকাশ করেছে পার্ল পাবলিকেশন্স। প্রচ্ছদ : ধ্রব এষ। মূল্য : ৫০০ টাকা।
২. রূপবতী
প্রেমের উপন্যাস। বইটি প্রকাশ করেছে অন্যপ্রকাশ। প্রচ্ছদ : ধ্রব এষ। মূল্য : নির্ধারণ হয়নি।
৩. প্রিন্স উইলিয়ামের আংটির খোঁজে
কিশোর গোয়েন্দা উপন্যাস। ফটকুমামা সিরিজের একটি বই। প্রকাশক : অনন্যা, প্রচ্ছদ : ধ্রুব এষ। মূল্য : ১৫০ টাকা।
৪. কিছু হাসি কিছু রম্য
রম্য ও বিদ্রুপ রচনা। প্রকাশক: অনন্যা। প্রচ্ছদ: ধ্রুব এষ, মূল্য : ১৬০ টাকা।
লেখকের সংক্ষিপ্ত পরিচিতি: ১৯৯১ সাল থেকে লেখালেখি শুরু। সাহিত্যের প্রায় সব শাখাতেই রয়েছে অবাধ বিচরণ। প্রথম প্রকাশিত ছড়া ‘মেঘনা’। প্রথম উপন্যাস ‘পাপের উত্তরাধিকার’। প্রথম গল্প ‘বীরাঙ্গনার লড়াই’। প্রথম কিশোর উপন্যাস ‘ভিনদেশি গোয়েন্দা’, প্রথম সায়েন্স ফিকশন ‘ক্লোনমামা’, প্রথম শিশুতোষ বই ‘পাগলাভূত’। প্রথম বিদ্রুপ ও রম্য বই ‘পাগল ছাগল ও গাধাসমগ্র’। প্রথম নাটক ‘প্রতীক্ষার শেষ প্রহর’, প্রথম গবেষণামূলক বই ‘আসাদ থেকে গণঅভ্যুত্থান’।
সাড়াজাগানো উপন্যাস, ‘জননী’, ‘জনক জননীর গল্প’, ‘পারমিতাকে শুধু বাঁচাতে চেয়েছি’, ‘জিনাত সুন্দরী ও মন্ত্রীকাহিনী’, ‘হ্যালো কর্নেল’ প্রভৃতি।
লেখকের এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ৯০টি। কলকাতা থেকে সাহিত্যম প্রকাশ করেছে দুটি বই। আরো দুটি বই প্রকাশের অপেক্ষায়। মোস্তফা কামাল বর্তমানে কালের কণ্ঠে নির্বাহী সম্পাদক হিসেবে কর্মরত।
বিডি-প্রতিদিন/এস আহমেদ