ময়মনসিংহের ত্রিশালে আজ মঙ্গলবার সকালে শরীফুল ইসলাম শরীফ (১৭) নামে এক মাদ্রাসা ছাত্রের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বাগান মধ্যপাড়া এলাকার একটি কলা বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শরীফ বাগান ইসলামিয়া আলিয়া মাদ্রাসার ছাত্র।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কী কারণে- কারা তাকে হত্যা করেছে এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না। মোবাইল ট্র্যাকিং থেকে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটিত করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার