নোয়াখালীর চাটখিলের রামনারায়ণপুর ইউনিয়নের রানানায়ণপুর গ্রামে ল্যাপটপ চার্জ দিতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে এই ঘটনায় গোমাতলী গ্রামের কান্তিয়ার বাড়ির ৪টি ঘর সম্পূর্ণ রুপে ভস্মিভূত হয়।
স্থানীয়রা জানান, শাহ আলমের ঘরে ল্যাপটপ চার্জ দেওয়ার সময় আগুন ধরে তার পাশ্ববর্তী হুমায়ন কবির, নুর হোসেন ও তাজুল ইসলামের ঘর পুড়ে যায়। গ্রামবাসী অনেক চেষ্টা করেও আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যার্থ হন।