গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় জেলার এসপি আসরাফুল ইসলামকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই দিন গোবিন্দগঞ্জের চাঁমগাড়ি এলাকায় দায়িত্বরত সকল পুলিশ সদস্যকেও প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।
বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনের ওপর শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি ওবায়েদুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।
এছাড়া, সাঁওতাল পল্লীতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশও দিয়েছেন হাইকোর্ট। আগামী ৪ সপ্তাহের মধ্যে জড়িতদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা আদালতকে অবহিত করতে বলা হয়েছে।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব