রেফারি নিয়োগ হয়ে গেছে, আগামী নির্বাচন হবে ২০১৯ সালে। বিএনপিকে কোন ধরণের ষড়যন্ত্র না করে নির্বাচনের মাঠে থেকে খেলায় অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রী মো. নাসিম। তিনি বলেন, সকল দলের মতামতের ভিত্তিতে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন হয়েছে। আজ দুপুরে নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ প্রাঙ্গনে ৫শ' শয্যা জননেতা নুরুল হক আধুনিক হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর সুধী সমাবেশে স্বাস্থ্য ও পরিকল্পনা মন্ত্রী মো. নাসিম এ কথা বলেন।
নোয়াখালী বেগমগঞ্জ আসনের এমপি মামুনুর রশিদ কিরনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নোয়াখালী সেনবাগ আসনের এমপি মোরশেদ আলম, লক্ষীপুরের সাংসদ সদস্য শাহজাহান, জেলা পরিষদের প্রশাসক ডা. এবিএম জাফর উল্লা, চৌমুহনী পৌসভার মেয়র আক্তার হোসেন ফয়সাল। এর আগে মন্ত্রী জননেতা নুরুল হকের কবর জিয়ারত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার