নারায়ণগঞ্জের ফতুল্লায় পাঁচ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে মাদকবিরোধী অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার বাবুল পাশার স্ত্রী হোসনে আরা বেগম (২৫) ও মৃত আব্দুল করিম বারেকের ছেলে আবু কালাম (২৫)।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম এ তথ্য নিশ্চিত করে জানান, সোমবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার শাহজাহান রোলিং মিল এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের ঘর তল্লাশি করে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/৭ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম