আদালতে জমির মালিকানা নিয়ে মামলা থাকার পরেও সদর উপজেলার শালিকা গ্রামের ‘বেলতলা পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের’ জমি দখল করে বাড়ি নির্মাণ করছে এক প্রভাবশালী। দু‘পক্ষর দাবি জমি তাদের। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জেলা প্রশাসনের নির্দেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শালিস বৈঠক ডেকেছেন। দু‘পক্ষকে জমির মালিকানা হিসেবে দলিল দস্তাবেজ নিয়ে আগামীকাল বুধবার হাজির হবার জন্য নোটিশ দেওয়া হয়েছে।
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের শালিকা গ্রামে মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় সংলগ্ন সাড়ে ৭ শতক জমির এক অংশে পাকা ইমারত গড়ছে গ্রামের তাজেম আলী। এই জায়গার মালিকানা নিয়ে তাজেম আলীর সাথে বিদ্যালয়ের মধ্যে আদালতে দুটি মামলা চলমান। গত শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকাকালীন সময়ে অতিরিক্ত লোকবল দিয়ে সেখানে স্থায়ী পাকা ইমারত নির্মাণ শুরু করেছে তাজেম আলী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিদুল হক ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি গ্রামের সাবেক মেম্বার মো. জহির উদ্দীন দলিল দেখিয়ে বলেন, গ্রামের গোলাম কাদের স্কুল সংলগ্ন সাড়ে সতের শতক জমি বিদ্যালয়কে রেজিস্ট্রিমূলে দান করে ১৯৭৬ সালের ৮ জানুয়ারি। সেই জমি গ্রামের তাজেম আলী নিজের দাবি করে রাতারাতি বাড়ি তৈরি করছে। বিষয়টি সোমবার জেলা প্রশাসককে লিখিত অভিযোগ করলে ইউনিয়ন পরিষদকে প্রয়োজনীয় ব্যাবস্থা নেবার নির্দেশ দিয়েছেন।
তমেজ উদ্দীন জানান, তিনি ইউনিয়ন ভূমি অফিস থেকে ভূমিহীন হিসেবে জমি বন্দোবস্তো নিয়েছেন। সেই জমিতেই ঘর করছেন। স্কুলের জমি আশপাশে কোথাও থাকতে পারে।
আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দীন আহাম্মদ জানান, উভয়পক্ষকে দলিল দস্তাবেজ নিয়ে আগামীকাল বুধবার আসতে বলা হয়েছে। কাগজপত্র দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/০৭ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব