ময়মনসিংহের ত্রিশাল থেকে জেএমবির তালিকাভূক্ত সদস্য আবু রায়হান বিন সাদেক ওরফে রায়হানকে (৩২) গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার সাউদকান্দা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এদিকে, বুধবার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও একশ ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান জেলার পুলিশ সুপার।
ত্রিশাল থানার ওসি মনিরুজ্জামান জানান, ১০ দিনব্যাপী জঙ্গি ও সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে অভিযান চালিয়ে রায়হানকে গ্রেফতার করা হয়েছে। রায়হান জেএমবির একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। পুলিশী হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, আগামী ১৯ তারিখ সারা দেশের ন্যায় ময়মনসিংহ জেলায় জঙ্গিবিরোধী অভিযান চলবে।
বিডি প্রতিদিন/৯ মার্চ ২০১৭/এনায়েত করিম/ফারজানা