মাদারীপুরের কালকিনি উপজেলার ডাসারের নবগ্রাম এলাকার দিয়া কান্দি গ্রামে বাদল সরকারের বাড়ির পুকুরে রাতের আঁধারে বিষ প্রয়োগ করে দুই লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
এতে গ্রামে মাছ চাষ করা অন্য পুকুর মালিকদের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ভূক্তভোগী পরিবার জানায়, সকালে ঘুম থেকে উঠে পুকুরে মাছের খাবার দিতে গেলে মরা মাছগুলো ভেসে থাকতে দেখেন তারা। এসময় পুকুর পাড় থেকে বিষের কৌটা উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/৯ মার্চ ২০১৭/এনায়েত করিম