শরীয়তপুরে ৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার দিনগত রাত ১টার দিকে সদর উপজেলার মনোহার বাজার বাসস্ট্যান্ড থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-শরীয়তপুর পৌরসভার ধানুকা এলাকার আব্দুল হামেদ খানের ছেলে সুজন খান (২২) ও সাত্তার বেপারীর ছেলে পাভেল বেপারী (২২)।
শরীয়তপুর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের সদস্যরা বুধবার গভীর রাতে সদর উপজেলার মনোহর বাজার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় ৫০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।
বিডি প্রতিদিন/৯ মার্চ ২০১৭/এনায়েত করিম