সড়ক সংস্কারের দাবিতে বৃহস্পতিবার দুপরে ঝিনাইদহ কেসি কলেজ ছাত্ররা বিক্ষোভ করেছে।
প্রায় দুই বছর ধরে সংস্কারের অভাবে ঝিনাইদহের ৪৫ কিলোমিটার মহাসড়কে কমপক্ষে ২০টি স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এসব সড়কগুলির মধ্যে রয়েছে সদর উপজেলার লাউদিয়া, তেতুলতলা বাজার, বিষয়খালী এলাকা, কয়ারগাছি, বেজপাড়া, বাকুলিয়া, কালীগঞ্জের কলেজ মোড়, বৈশাখী পেট্রোল পাম্প এলাকা, মোবারকগঞ্জ চিনিকলের সামনে, ফুলবাড়ি এলাকা।
এসব এলাকার সড়কের বিটুমিন আর পাথর উঠে ছোট বড় গর্ত সৃষ্টি হয়েছে। এতে যাতায়াতের সময়ের পাশাপাশি বেড়েছে ভোগান্তি। মাঝে মধ্যে ইট-বালি দিয়ে গর্তগুলো ভরাট করা হলেও সেই মেরামত দীর্ঘস্থায়ী হয়নি। সড়কের বেহাল দশার কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।
বৃহস্পতিবার দুপুরে ছাত্ররা মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ শেষে সড়ক ও জনপথ বিভাগে প্রবেশ করে। পরে তারা নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদের কক্ষে তালা লাগিয়ে তাকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রকৌশলীর কক্ষের তালা ভেঙ্গে তাকে উদ্ধার করে।
সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সেলিম আজাদ বলেন, কী কারণে ছাত্ররা তালা লাগিয়ে গেছে তা তিনি জানেন না।
বিডি প্রতিদিন/৯ মার্চ, ২০১৭/ফারজানা