মানিকগঞ্জের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ আরও ১৭ জনকে আটক করেছে গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপার মাহ্ফুজুর রহমানের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান।
তিনি বলেন, আটকদের মধ্যে শিবালয় উপজেলার মহাদেবপুর এলাকা থেকে ২১ কেজি গাঁজাসহ ফিরোজ হোসেন মুন্নু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এছাড়া, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জেলার বিভিন্নস্থান থেকে মাদকসহ আরও ১৬ জনকে আটক করেছে।
মুন্নু মাগুরার শ্রীপুর উপজেলার খাশিয়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মাহ্ফুজুর রহমান আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় বেনাপোলগামী একটি বাসে অভিযান চালায়। এসময় ২১ কেজি গাঁজাসহ মুন্নুকে আটক করা হয়। এ ব্যাপারে মুন্নুর বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/৯ মার্চ ২০১৭/এনায়েত করিম