দেশের বৃহত্তম দূর্গনগরী পঞ্চগড়ের ভিতরগড়ে শুরু হচ্ছে সাত দিনব্যাপী ভিতরগড় উৎসব। সস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর সহযোগিতায় উৎসবটি আয়োজন করছে ইউল্যাবের সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ (সিএসএস) বিভাগ।
আগামী ১১ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ভিতরগড় প্রত্নস্থলে লোকজ সংস্কৃতির বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হবে ভিতরগড় উৎসব।
উৎসবে বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী পাক্ষি খেলা, লাঠিখেলা, হাঁস খেলা, হুলির গান, সত্যপীরের গানের আয়োজন থাকছে। থাকছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা এবং স্থানীয় জনসাধারণের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা।
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন ইউল্যাবের সেন্টার ফর আর্কিওলজিক্যাল স্টাডিজ বিভাগের প্রধান প্রত্নতত্ববিদ ড. শাহনাজ হুসনে জাহান।
বিডি প্রতিদিন/৯ মার্চ, ২০১৭/ফারজানা