'স্থূলতা কিডনি রোগ বাড়ায়, সুষ্ঠু জীবনযাপনে সুস্থ কিডনি' এ স্লোগানে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ কিডনি বিভাগ আয়োজিত র্যালিটি নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে।
এ সময় র্যালিতে উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা.আ.ন.ম সামছুল করিম, বিএমএ নোয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক ডা.ফজলে এলাহী খান, ডা.জাহেদুর রহমান, ডা.মাসুদে কায়নাত, ডা. রাশেদ, ফারিয়া কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বেলাল জামান, ফারিয়া নোয়াখালী শাখার সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের ৪র্থ শ্রেণির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক আবদুল্যা আল মামুন প্রমুখ। পরে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে বেশ কিছু কিডনী রোগীকে কিডনি রোগ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে ব্যবস্থাপত্র প্রদাণ করেন ডা.ফজলে এলাহী খান।
বিডি প্রতিদিন/এ মজুমদার