কক্সবাজার-টেকনাফ সড়কে যানজট সৃষ্টি করে লবণ উঠানো-নামানো, লবণাক্ত পানিতে সড়কের ক্ষতি সাধন এবং অতিরিক্ত লবণ পরিবহনের দায়ে লবণবোঝাই আটটি ট্রাককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ৯ মার্চ বৃহস্পতিবার বিকালে টেকনাফ সড়কের রঙ্গিখালী রাস্তার মাথায় টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম এবং সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় আটটি ট্রাক থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সময় টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ টহল দল উপস্থিত ছিল।
বিডি-প্রতিদিন/এস আহমেদ