বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামে অভিযোগপত্র দাখিলের প্রতিবাদে ও মামলা প্রত্যাহারের দাবিতে পিরোজপুরে বিএনপির ডাকা কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে। বিএনপি নেতারা অভিযোগ করেন, বৃহস্পতিবার দেশব্যাপী যুবদলের ডাকা বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে পিরোজপুরে বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু করে রাস্তায় বের হতে চাইলে পুলিশ বাধা দেয় এবং ব্যানার ছিনিয়ে নেয়। এ সময় পুলিশের ধাক্কায় পড়ে গিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আহত হন। পুলিশি বাধায় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়।
বিডি-প্রতিদিন/এস আহমেদ