বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার পক্ষ থেকে ৫ দফা দাবিতে সম্মলিত এক স্মারকলিপি প্রধানমন্ত্রীর বরাবরে জেলা প্রশাসকের কাছে আজ হস্তান্তর করা হয়। স্মারকলিপিতে বলা হয়, প্রধান শিক্ষদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদ মর্যাদা বাস্তবায়ন, জাতীয় বেতন স্কেলের ১০ম গ্রেডে উন্নীতকরণ, সকল বিদ্যালয় গুলোতে ৮ম শ্রেণি পর্যন্ত করা ও শিক্ষা সম্পর্কিত নীতি নির্ধারণে প্রধান শিক্ষকের সাংগঠনিক প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিগুলো তুলে ধরা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা রনজিত কুমার, আলোময় চাকমা, এরশাদুর রহমান। জেলা কমিটির আহ্বায়ক মিয়া মো. ওমর ফারুক, যুগ্ন আহ্বায়ক স্বপন চৌধুরী, দীপক তালুকদার, ধনা চন্দ্র সেন, সিরাজুল ইসলাম, বদিউজ্জামান, সূর্যেশ্বর ত্রিপুরা, নান্তা চাকমা, নুরুল ইসলাম, রুপম চাকমাসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার