বরিশালের গড়িয়ারপাড় এলাকার ৪টি দোকানে অভিযান চালিয়ে ১ হাজার ৫ বোতল যৌন উত্তেজক ওষুধ সহ ৪ দোকানীকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার দুপুরে অভিযানে আটক ৪ দোকানীকে অর্থদণ্ড দেন ভ্রাম্যমান আদালত। পরে জব্দকৃত ওষুধ ধ্বংস করেন তারা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, দুপুরে গড়িয়ার পাড়ে মেসার্স পারভেজ ষ্টোর, মেসার্স অহিদ ষ্টোর, মেসার্স দুলাল ষ্টোর ও মেসার্স ফরিদ ষ্টোরে অভিযান চালায় র্যাব। এ সময় ৪টি দোকান থেকে ১ হাজার ৫ বোতল যৌন উত্তেজক ওষুধ জব্দ করেন তারা। আটক করা হয় চার দোকানের মালিক ফরিদ হাওলাদার, আব্দুল জলিল হাওলাদার, দুলাল ফকির ও পায়েল হাওলাদারকে।
পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির ভ্রাম্যমান আদালত বসিয়ে আটক ৪ জনকে ২ হাজার টাকা করে ৮ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান তারা। জব্দকৃত যৌন উত্তেজক ওষুধগুলো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।