কিশোরগঞ্জের কটিয়াদীতে মেলার মধ্যে নাগরদোলা (চড়কা) ছিড়ে শিশুসহ ১৬ জন আহত হয়েছে। এরমধ্যে নয়জনই শিশু। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জালালপুর ইউনিয়নের চরঝাকালিয়া গ্রামে সুরুজ আলী পাগলার বাৎসরিক মেলায় এ দুর্ঘটনা ঘটে ।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার চলন্ত অবস্থায় নাগরদোলা ছিড়ে আহত ৯ শিশুকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে পাঠানো হয়। এদের মধ্যে ৩ জনকে কিশোরগঞ্জ জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহতরা হল- বন্যা (১৪), ঝিনুক (১৪), শিখা (২০), শরিফ (২২), সাজেদা (১২), রোকসানা (১২), মোবারক (০৮), তৌফিক (০৯), সজিব (২৩), মুমু (১০), মর্জিনা (১৮), সাথী (২৫), মাধুর্য (১৭), আরিফ (২১), কবির (০৯) ও আল-আমিন(১৫)।
উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. তপন কুমার দত্ত জানান, গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ