স্কুলছাত্রী শ্যালিকাকে যৌন হয়রানি ও জোরপূর্বক সিএনজি চালিত অটোরিকশায় করে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আপন দুলাভাইকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত কাউছার মিয়া (২২) উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের কালিয়ারভাঙ্গা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক ও নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে স্কুলে আসার পথে কাউছার তার শ্যালিকাকে যৌন হয়রানি করে। পরে একটি সিএনজি অটোরিক্সায় করে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার পথে ওই ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে কাউছারকে আটক করে। খবর পেয়ে পুলিশ কাউছারকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। পরে আদালত স্বাক্ষী ও আসামির স্বীকারোক্তি মোতাবেক কাউছারকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দেন।
বিডি-প্রতিদিন/এস আহমেদ