ময়মনসিংহে চাঞ্চল্যকর হাসান মিয়া (২৫) হত্যা মামলার সন্দেহভাজন আসামি মামুনের বাসায় অভিযান চালিয়েছে র্যাব-১৪। এই অভিযানে মামুনের বাসা থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা।
বৃহস্পতিবার দিবাগত রাতে মামুনের বাসায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়। র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) গৌতম দেব এই অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য এর আগে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার খাগডহর ইউনিয়নের ল্যাংড়া বাজার এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে দু’টি হত্যা মামলাসহ ৬ মামলার আসামি হাসান মিয়াকে (২৫) গুলি করে হত্যা করে অস্ত্রধারী সন্ত্রাসীরা।
বিডি-প্রতিদিন/ ১০ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯