পাবনার চাটমোহর উপজেলায় সেন্ট রিটা চার্চের নিরাপত্তা প্রহরীকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত গিলবার্ড কস্তাকে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার অবস্থার অবনতি হলে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
গিলবার্ট হরিপুর ইউনিয়নের লাউতিয়া গ্রামের মৃত জোসেফ কস্তার ছেলে।
এ ঘটনার পর আহত গিলবার্টের দেয়া তথ্যের ভিত্তিতে রাতেই অভিযান চালিয়ে তিন জনকে আটক করেছে চাটমোহর থানা পুলিশ। আটকরা হলেন- লাউতিয়া গ্রামের আব্দুল হকের ছেলে রাজীব হোসেন (১৮), আনজিল হোসেনের ছেলে মুরাদ হোসেন (১৮) ও লাল চাঁদ মিয়ার ছেলে ফরিদ হোসেন।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি ওই এলাকার এক মেয়েকে উত্যক্ত করে ওই তিন বখাটে যুবক। এর প্রতিবাদ করে গিলবার্ট। এরই জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আহসান হাবীব জানান, আহতের দেয়া তথ্যের ভিত্তিতে তিন দুর্বৃত্তকে আটক করা হয়েছে। সব বিষয় মাথায় রেখে তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ