লক্ষ্মীপুরে জেলার চন্দ্রগঞ্জে অস্ত্র ও গুলিসহ সোলায়মান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে চন্দ্রগঞ্জ থানার দিঘলী ইউনিয়নের জামিরতলী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক দিঘলী ইউনিয়নের নবীনগর গ্রামের শামছুদ্দোহার ছেলে।
চন্দ্রগঞ্জ থানার ওসি এ কে এম আজিজুর রহমান মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামিরতলী গ্রামের বড় পুকুরপাড় এলাকা থেকে সোলায়মানকে একটি এলজি ও দুই রাউন্ড গুলিসহ আটক করা হয়।
তার বিরুদ্ধে এর আগেও লক্ষ্মীপুরে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বিডি প্রতিদিন/১০ মার্চ ২০১৭/এনায়েত করিম