দিনাজপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, চোলাই মদ, ফেনসিডিল ও নেশা জাতীয় ইনজেকশনসহ ১৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিনগত গভীর রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের (কন্ট্রোল রুম) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ১৮২ পিস ইয়াবা, ২৬৫ গ্রাম গাঁজা, ২০ লিটার চোলাই মদ, ১০ বোতল ফেনসিডিল ও ১০টি নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়েছে।
আটকদের বিরুদ্ধে পৃথকভাবে বিভিন্ন থানায় ১৫টি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এএসআই।
বিডি প্রতিদিন/১০ মার্চ ২০১৭/এনায়েত করিম