বঙ্গোপসাগরে সৃষ্ট নিন্মচাপের কারণে মংলা বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। ঢাকা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. বজলুর রসিদ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিন্মচাপরে কারণে মংলার আকাশ মেঘে ঢাকা থাকবে এবং থেমে থেমে বৃষ্টি হবে। এ অবস্থা আগামী শনিবার পর্যন্ত চলবে। সতর্ক সংকেত জারি হওয়ায় নদীতে অবস্থান করা ছোট ছোট নৌযানকে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ