ঝালকাঠিতে আট’শ পিস ইয়াবার একটি বড় চালানসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত দেড় টার দিকে শহরের ব্র্যাকমোড় এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এসময় মাদক বিক্রেতাদের কাছ থেকে একটি পালসার মোটর সাইকেল জব্দ করা হয়।
গ্রেফতাররা হলেন- পিরোজপুর জেলা মঠবাড়িয়ার উপজেলার সেনেটিকিকাটা গ্রামের দুলু হাওলাদারের ছেলে শামীম হাওলাদার (৩৪) ও একই এলাকার জাহিদ হোসেনের ছেলে আল-আমিন খান (২১)।
ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাকিব জানান, বরিশালের লাহারহাট এলাকা থেকে মটোরসাইকেলযোগে ইয়াবা নিয়ে মঠবাড়িয়া যাবার সময় এরা ঝালকাঠি শহরের ব্র্যাকমোড় এলাকায় পৌঁছালে সদর থানার পরিদর্শক মো. মাহে আলমের নেতৃত্বে উপ-পরির্দশক গোলাম মোস্তফা, সহকারী উপ-পরির্দক বাপ্পিসহ পুলিশের একটি দলের অভিযানে তারা আটক হয়।
এ ঘটনায় বুধবার সকালে সদর থানার উপপরিদর্শক গোলাম মোস্তফা বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে দুই মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করা হয়েছে, বলেন ওই পুলিশ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/২২ মার্চ ২০১৭/এনায়েত করিম