মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বিএনপি বগুড়া জেলা শাখার উদ্যোগে বুধবার দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা জেলা সভাপতি ভিপি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় স্বাধীনতা দিবস উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচিতে রয়েছে, দিবসের প্রথম প্রহরে মুক্তির ফুলবাড়ীতে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পণ, সকালে শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকালে বর্ণাঢ্য আয়োজন।
এ ছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর শ্বশুর প্রকৌশলী হাসান রাজার রুহের মাগফেরাত কামনার্থে ২৪ মার্চ বাদ জুম্মা শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা বিএনপি।
সভায় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা মোঃ শোকরানা, বিএনপি নেতা ফজলুল বারী বেলাল, খাজা ইফতেখার আহমেদ, আব্দুর রহমান, লাভলী রহমান, অ্যাডভোকেট নাজমুল হুদা পপন, পরিমল চন্দ্র দাস, আব্দুল ওয়াদুদ, আবুল বাশার, শাহ মেহেদী হাসান হিমু, মাসুদ রানা, মোশারফ হোসেন স্বপন প্রমুখ।