পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ‘জমির বিরোধে’ এক স্কুলশিক্ষক খুন হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী। নিহতের নাম সমীরণ বেপারী (৪২) তিনি উপজেলার বানিয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
নাজিরপুর থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার ভোরের দিকে দুর্বৃত্তরা ঘরের সিঁদ কেটে ঘরে ঢুকে সমীরণকে কুপিয়ে জখম করে। তার স্ত্রী স্বপ্না ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে খুলনায় হাসপাতালে নেওয়ার পথে সমীরণ মারা যান। এ ঘটনায় উপজেলার পশ্চিম বানিয়ারি গ্রামের পুলিশ একজনকে আটক করেছে।
তিনি আরে বলেন 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমির বিরোধের জেরে দুর্বৃত্তরা সমীরণকে হত্যা করেছে। পুলিশ ঘটনা তদন্ত করছে। এ ঘটনায় একই গ্রামের মন্টু মিয়া নামে একজনকে আটক করা হয়েছে।'