শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বিএনপি-জামায়াত জোট সরকার এদেশের গণতন্ত্র ধ্বংস করে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিল। আর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নতির চরম শিখড়ে উন্নীত হয়ে সারা বিশ্বের মধ্যে একটি মডেল দেশে পরিণত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়ন পরিষদে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপকার ভুগিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সম্পাদক মোবারক হোসেন মল্লিক ও যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান।
অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিকুর রহমান, সালাহ্উদ্দিন আহম্মেদ সালেক, আরিফুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন সুরুজ, কাউন্সিলর তরুন কর্মকার, জেলা কৃষক লীগের সভাপতি পিপি আব্দুল মান্নান রসুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ হাওলাদার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত হোসেন খান, যুগ্ম-আহবায়ক ও পৌর কাউন্সির রেজাউল করিম জাকির, জেলা যুবলীগ নেতা কামাল শরীফ, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমাণ্ডার মকবুল হোসেন।