ফেনীর দাগনভূইয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ইয়াকুবপুর ইউনিয়নের করিমুল্লাহপুর গ্রামে ইলিয়াস মেম্বারের বাড়িতে এঘটনা ঘটে। নিহত শিশুরা হচ্ছে আয়ান হাসান (৫) ও খালিদা হাসান (৭)।
ইয়াকুবপুর ইউনিয়নের ইউপি সদস্য জাকির হোসেন জানান, ইয়াকুবপুর ইউনিয়নের করিমুল্লাহ পুর গ্রামে ইলিয়াস মেম্বারের বাড়ির কামরুল হাসান সবুজের দুই শিশু ছেলে বিকেলে পুকুর পাড়ে খেলা করছিলো। সন্ধ্যায় তাদের অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় চার দিকে শোরগোল পড়ে যায়। কিছুক্ষণ পর বাড়ির পাশের পুকুরের পানিতে তাদের লাশ ভেসে ওঠে। পরে বাড়ির লোকজন শিশু দুটির নিথর দেহ পুকুর থেকে উদ্ধার করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন