বরগুনায় জমি বিক্রি করে যৌতুক না দেয়ায় শেকল দিয়ে বেঁধে শিশু কন্যার সামনে এক গৃহবধূকে নির্যাতন করেছে তার শ্বশুর বাড়ির লোকজন।
বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার পাজরাভাঙ্গা গ্রামের খলিফা বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যার পর ঘটনাস্থল থেকে নির্যাতিত গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ।
নির্যাতিত গৃহবধূর নাম রোকেয়া বেগম (৪৫)। তার স্বামীর নাম মো. মোশারেফ খলিফা (৫০)। মো. মোশারেফ খলিফা ইটভাটার শ্রমিকের কাজ করেন। তিনি থাকেন বরগুনার পাথরঘাটা উপজেলার একটি ইটভাটায়। ঘটনার সময় রোকেয়া বেগমের স্বামী মো. মোশারেফ খলিফা ছিলেন তার কর্মস্থলে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম মাসুদুজ্জামান বলেন, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে তিনি গৃহবধূ রোকেয়া বেগমকে উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে অভিযুক্ত ইমরান খলিফার স্ত্রী আসমা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।