বরিশালের আগৈলঝাড়ায় পানিতে ডুবে দুই শিশু এবং গাছ চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চাঁদত্রিশিরা গ্রামে মান্নান বখতিয়ারের দেড় বছর বয়সের ছেলে নাহিদ বখতিয়ার সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।
একই সময় বাটরা গ্রামের দীপংকর মজুমদারেরর ছেলে ছোটন মজুমদার (৩) খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। উভয় শিশুকে বাড়ির লোকজন পুকুর থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক ডা. মাহবুব হোসেন নাহিদ তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে বরিশালের আগৈলঝাড়ায় গাছ চাপায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার উপজেলার বাটরা গ্রামে মঙ্গল বৈদ্য (৪২) গাছ কাটার সময় গাছের একটি ডালের নিচে চাঁপা পড়ে গুরুতর আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে শেরে-ই বাংলা মেডিকেলে প্রেরণ করেন। বরিশালে নেয়ার পথে মঙ্গল মারা যায়।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৭/হিমেল