নাটোরের ছাতনী বধ্যভূমিতে ঘাতক-দালাল নির্মুল কমিটির উদ্যোগে মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ স্মরণে ৩০ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়। ঘাতক-দালাল নিমূল কমিটির কেন্দ্রীয় সভাপতি লেখক, সাংবাদিক শাহরিয়ার কবির বলেছেন, "সকল যুদ্ধাপরাধীদের বিচার করার সাথে সাথে তাদের সকল সম্পদ বাজেয়াপ্ত করে সেই সম্পদ মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যায় করতে হবে। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনকালে এসব বক্তব্য রাখেন।
এ সময় তিনি বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিযোদ্ধাদের সংখ্যা সম্পর্কে যে কটুক্তি করেছিলেন তার উল্লেখ করে বলেন “এখন থেকে মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের সম্পর্কে যারাই কটুক্তি করুক না কেন আইন করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।”
বৃক্ষ রোপন কর্মসূচির উপলক্ষ্যে ঘাতক-দালাল নির্মুল কমিটি নাটোর জেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঘাতক-দালাল নিমূল কমিটির কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কাজী মুকুল, কেন্দ্রীয় নেতা ডাঃ মুরদি হাসান, অধ্যাপক ডাঃ উত্তম কুমার বড়–য়া, জেলা কমিটির সভাপতি নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি সহ শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-৫