আশুলিয়ার নয়ারহাট ব্যবসায়ী আব্দুর রহিমকে দিনে দুপুরে গুলি করে হত্যার প্রতিবাদে নয়ারহাট সমিতির ব্যবসায়ীরা দোকান পাট বন্ধ করে, সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার দুপুর ২টার দিকে নয়ারহাট এলাকার বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় হত্যাকারী চেয়ারম্যান পারভেজ দেওয়ানসহ সকল আসামিকে গ্রেফতারের দাবী জানানো হয়। এসময় ব্যবসায়ীরা বেশ কিছু সময় সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। বিক্ষোভ মিছিলে ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল আজিজ ভুলু, সাধারণ সম্পাদক শওকত হোসেন সাকোসহ একাধিক ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। তারা ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করার আহ্বান জানায়। অন্যাথায় কঠোর কর্মসূচির হুশিয়ারী দেয়।
এদিকে নিহত ব্যবসায়ী ও আওয়ামীলীগ কর্মীর স্ত্রী রুমা বেগম ক্ষোভের সাথে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তাদের দেওয়া ভোটে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছে পারভেজ দেওয়ান। অথচ সেই চেয়ারম্যান প্রকাশ্যে বাজারের মধ্যে তার স্বামীর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করে। তিনি ওই হত্যাকারীকে অবিলম্বে গ্রেফতার করে বিচারের দাবি জানান।
অন্যদিকে আশুলিয়ার নয়ারহাট এলাকায় প্রকাশ্যে ব্যবসায়ী ও আওয়ামীলীগ কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। ঘটনার তিন দিনেও আতঙ্ক কাটেনি স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। বাজার এলাকায় প্রায় পাচশতাধিক দোকান পাট বন্ধ রয়েছে। এছাড়াও নিহত আওয়ামীলীগ কর্মীর বাড়ি ও মামলার প্রধান আসামী পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ানের বাড়ি একই এলাকায় হওয়ায় যে কোন অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে।
এদিকে পাথালিয়ার ইউনিয়নের পরিষদের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিউল আলম সোহাগের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে হয়রানীর লক্ষ্যে মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবিতে পাথালিয়ার ইউনিয়ন বাসীর পক্ষ হতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করতে চাইলে পুলিশ তাদের রাস্তার দাড়াতে দেয়নি। পরে তারা স্থানীয় একটি সড়কে মিছিল করতে গেলে সেখানেও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়। এক পর্যায়ে পুলিশ তাদেরকে ধাওয়া দিয়ে স্থানীয় একটি সরু গলিতে আটকে রাখে।
আশুলিয়ার থানার ওসি তদন্ত শামীম আহম্মেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নয়ারহাট এলাকার ম্যাপ ডেনিম নামের একটি পোশাক কারখানার ঝুট ব্যবসা দখলকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলে আসছে। এ ঘটনার জের ধরে ব্যবসায়ী ও আওয়ামী লীগ কর্মী হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার আশুলিয়ার থানার একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও ঘটনার সাথে জড়িত থাকার দায়ে দুই জনকে আটক কর হয়। এ ঘটনার বাকি আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/৩১ মার্চ ২০১৭/হিমেল