ঝিনাইদহের শৈলকুপার পল্লীতে প্রতিপক্ষের হামলায় আহত আমিরুল চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
আমিরুল উপজেলার দ্বেবিদার গ্রামের মোজাহার শেখের ছেলে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, গত ১২ই মার্চ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার দ্বেবিদার গ্রামে দু'পক্ষের মধ্যে সংঘর্ষে আমিরুল ইসলাম (৪৫) আহত হন। এরপর আহত আমিরুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অবস্থার অবনতি হলে আমিরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোরে আমিরুলের মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/৩১ মার্চ, ২০১৭/ফারজানা