বঙ্গবন্ধু ও আওয়ামী লীগকে ভালোবেসে নিজ উদ্যোগে কাঠ ও কাগজ দিয়ে নৌকা আপনমনে তৈরি করছেন ঝিনাইদহ মডার্ণ পাড়ার বাসিন্দা রাকিবুল বাশার রোকন। যা তিনি বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী,শিক্ষক ও সাধারন মানুষের মধ্যে বিনামুল্যে দীর্ঘকাল ধরে বিতরণ করে চলছেন। ইতোমধ্যে ঝিনাইদহে তিনি নৌকা প্রেমিক নামে খ্যাতি লাভ করেছেন।
এছাড়া তিনি মুক্তিযুদ্ধে পাকিস্থানি হানাদার বাহিনীর বর্বরতা ও মুক্তিযোদ্ধাদের অবদান নতুন প্রজন্মকে জানানোর জন্য প্রতিবছর শহরের মডার্ণ মোড়, পুরাতন ডিসি কোর্ট চত্বরসহ বিভিন্ন স্থানে মাস ব্যাপী মুক্তিযোদ্ধার ভাস্কর্য প্রদর্শন করে থাকেন।
তিনি এসবের পাশাপাশি এবার ভিন্নধর্মী উদ্যোগ গ্রহন করেছেন। দেশপ্রেমকে মানুষের মধ্যে আরো জাগ্রত করতে জাতীয় পতাকা উত্তোলনের পদ্ধতি ও জাতীয় পতাকার সঠিক মাপ তুলে ধরে হাজার হাজার লিফলেট বিতরন করছেন। তার এই মহান উদ্যোগে ইতোমধ্যে অনেকের কাছে প্রশংসা কুড়িয়েছে।
কিন্তু এই নৌকা প্রেমিক রাকিবুল বাসার তার প্রতিক্রিয়ায় জানালেন অনেকেই জাতীয় পতাকার ব্যবহার পদ্ধতি জানে না। ফলে এই পতাকা অনেক স্থানে অবমাননা করা হয়ে থাকে। একবার এই লিফলেট পড়লে সহজেই ব্যবহার পদ্ধতি সম্পর্কে জানা যাবে।
তিনি আরো জানান, তার জীবনে একটায় আকাঙ্ক্ষা একবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করে জাতীয় পতাকা উত্তোলনের পদ্ধতি ও জাতীয় পতাকার সম্পর্কে কথা বলা এবং প্রিয় নেত্রীকে একটি নৌকার তৈরি খাট উপহার দিতে চান। তার বিনিময়ে তিনি কিছুই চান না। তবে কিভাবে দেবেন তার উপায় খুঁজে পাচ্ছেন না।
বিডি-প্রতিদিন/ ৩১ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৫